Site icon Jamuna Television

৩৫ বছর ধরে চাঁদের জমি বিক্রয় করছেন ডেনিস হোপ

ছবি: সংগৃহীত।

সাম্প্রতিক সময়ে চাঁদে জমি কেনা নিয়ে বইছে নানা আলোচনা- সমালোচনা। বিশ্বের অনান্য দেশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেরও অনেকেই ইতিমধ্যে কিনে ফেলেছেন চাঁদে জমি। এবার সেই চাঁদে জমি কেনা নিয়ে বেরিয়ে এলো অদ্ভুত এক তথ্য।

ইউএস টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের চার্টারে চাঁদের জমির মালিকানা কোনো দেশ নিতে পারবে না উল্লেখ থাকলেও ব্যাক্তি মালিকানা নিয়ে কোনো আইন না থাকায় নিজেই চাঁদের মালিকানা দাবি করে ঘোষণাপত্র জাতিসংঘের কাছে পাঠিয়েছিলেন ডেনিস হোপ।

১৯৮০ থেকে এ পর্যন্ত ৬১১ মিলিয়ন একরের বেশি চাঁদের জমি বিক্রি করেছেন তিনি। প্রতি একরের মূল্য ধরেন ১৯.৯৫ ডলার। যুক্তরাষ্ট্রের সাবেক তিন জন প্রেসিডেন্টও ডেনিস হোপের কাছে চাঁদের জমি কিনেছেন।

ডেনিস হোপ নিজেকে গ্যালাকটিক সরকারের প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং বুধ, মঙ্গল, শুক্র ও বৃহস্পতি গ্রহের উপগ্রহগুলোরও মালিকানা দাবি করেন। 

Exit mobile version