Site icon Jamuna Television

ভারতে গীতাকে জাতীয় পুস্তকের মর্যাদা দেয়ার দাবি হিন্দু পরিষদের

ছবি: সংগৃহীত।

ভারতের স্কুলের পাঠ্যক্রমে গীতা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। ভিএইচপির দাবি, গীতাকে যেন জাতীয় পুস্তকের মর্যাদা দেওয়া হয়। 

টিভি নাইনের এক প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এ দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

বিশ্ব হিন্দু পরিষদের দাবি, পাঠ্যক্রমে গীতা যুক্ত করা হলে শিক্ষকদের নিষ্ঠা বাড়বে। তারা আরও বেশি দায়িত্বসহকারে শিক্ষার্থীদের পড়াবেন।

তারা বলছে, গীতা ধর্মনিরপেক্ষ গ্রন্থ। গীতা পাঠ যে কতটা জরুরি তা সবাই জানে।

Exit mobile version