Site icon Jamuna Television

২৩৪ বছরের ইতিহাসে এমসিসিতে প্রথম নারী প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

এমসিসির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন ক্লেয়ার কনর। এমসিসির ২৩৪ বছরে ইতিহাসে তিনিই প্রথম নারী প্রেসিডেন্ট।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা আজ শুক্রবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছেন তিনি। এর আগের মেয়াদে এমসিসির প্রেসিডেন্ট ছিলেন সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

আইসিসির মেয়েদের ক্রিকেট কমিটির প্রধান হিসেবে ক্লেয়ার কনর কাজ করছেন ২০১১ সাল থেকে। পাশাপাশি সাসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাবের পরিচালক তিনি। ইংল্যান্ডের হয়ে ১৬ টেস্ট, ৯৩ ওয়ানডে ও দুটি টি-২০ খেলেছেন কনর।

১৭৮৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ৪৫ বছর বয়সী কনর। এ দিন এমসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন ব্রুস কার্নেগি-ব্রাউন।

Exit mobile version