Site icon Jamuna Television

আফ্রিকার অনেক দেশে টিকা প্রদানের হার ২ শতাংশ

ছবি: সংগৃহীত

আফ্রিকা মহাদেশের অর্ধেক দেশে এখনো মাত্র দুই শতাংশ বা তারও কম মানুষকে দুই ডোজ করোনা ভাইরাসের টিকা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র।

এ মহাদেশের ৫৪টি দেশের অর্ধেক ৩০ সেপ্টেম্বর বৈশ্বিক লক্ষ্য অর্জনে তাদের দেশের কমপক্ষে ১০ শতাংশ মানুষকে টিকা প্রদান করে। বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত সর্বোচ্চ নীতি-নির্ধারণী এ সংস্থার বিশ্ব স্বাস্থ্য পরিষদ মে মাসে এ লক্ষ্যমাত্রা বেঁধে দেয়।

আফ্রিকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা সমন্বয়কারীর দায়িত্ব পালন কারি রিচার্ড মিহিগো বলেন, নূন্যতম অর্জন পরিলক্ষিত হলেও এ মহাদেশের দেশগুলো চলতি বছরের শেষ নাগাদ তাদের জনগোষ্ঠীর ৪০ শতাংশকে দুই ডোজ টিকা দেয়ার ডব্লিউএইচও’র লক্ষ্যমাত্রায় পৌঁছাতে এখনো অনেক দূরে রয়েছে।

মিহিগো বলেন, টিকার চালান বৃদ্ধি করা হলেও ধীরগতির সরবরাহ পরিকল্পনা হচ্ছে আফ্রিকার পেছনে পড়ে থাকার এখন প্রধান বাঁধা। সেপ্টেম্বরে মোট ২ কোটি ৩০ লাখ টিকা আফ্রিকায় পৌঁছেছে। টিকার এ সংখ্যা জুনে আসা টিকার সংখ্যার চেয়ে ১০ গুণ বেশি।

ডব্লিইএইচও জানায়, আফ্রিকার অর্ধেক দেশে মাত্র দুই শতাংশ বা তার কম জনগোষ্ঠী কোভিড-১৯ ভ্যাকসিনের দুই ডোজ গ্রহণ করেছে। আফ্রিকার তুলনামূলকভাবে কম জনসংখ্যার দেশগুলো ১০ শতাংশের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছে।

Exit mobile version