Site icon Jamuna Television

সিঙ্গাপুরে শেখ হাসিনার নামে অর্কিড উন্মোচন

ইউনেস্কোর বিশ্ব হেরিটেজ হিসেবে স্বীকৃত সিঙ্গাপুর বোটানিক গার্ডেনে নিজের নামে একটি অর্কিড উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম সফরটি স্মরণীয় করে রাখতে অর্কিডটির নাম রাখা হয়েছে ‘ডেনড্রোবিয়াম শেখ হাসিনা’। গার্ডেনের পরিচালক ড. নাইজেল টেইলর সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনা নামকরণ করা অর্কিডটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি, তার স্ত্রী পেপী সিদ্দিক ও তাদের দুই সন্তান এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী পুরো অর্কিড গার্ডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং বাগানের সৌন্দর্য উপভোগ করেন।

Exit mobile version