Site icon Jamuna Television

লন্ডনে সাবিনা হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে একজনের বিরুদ্ধে অভিযোগ

ছবি: সংগৃহীত

লন্ডনে ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি স্কুল শিক্ষিকা সাবিনা নেসা হত্যাকাণ্ডে একজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছে কর্তৃপক্ষ।

অভিযোগ দায়েরকৃত ব্যক্তির নাম কোসি সেলামাজ। তিনি আলবেনিয়া থেকে এসে যুক্তরাজ্যে বসবাস করছিলেন।

অভিযোগে বলা হয়, সাবিনাকে হত্যায় দুই ফুট লম্বা ধারালো অস্ত্র ব্যবহার করেন সেলামাজ। ৩৬ বছর বয়সী সেলামাজ পেশায় একজন মেকানিক ইস্ট লন্ডনের কিডব্রুকের পার্কের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবিনা নেসার ওপর হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছেন প্রসিকিউটর।

তবে কী কারণে সাবিনাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। গত ১৭ সেপ্টেম্বর কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনার মরদেহ পাওয়া যায়।

Exit mobile version