Site icon Jamuna Television

জ্বালানি সংকট দূর করতে সেনাবাহিনী নামাচ্ছে ব্রিটেন

ছবি: সংগৃহীত

ব্রিটেনে জ্বালানি সরবরাহে চলমান সংকট দূর করতে কাজ শুরু করবে দেশটির সেনাবাহিনী। গ্যারেজ এবং ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল সরবরাহ করবে তারা।

সোমবার (৪ অক্টোবর) থেকেই এই মিশনে নেমে পড়বেন তারা। সদস্যদের মধ্যে ট্যাংকার চালক হিসেবে কাজ করবেন অন্তত ২ শতাধিক সদস্য। বাকিরা প্রকৌশল এবং রক্ষণাবেক্ষণে কাজ করবেন। এর পাশাপাশি অস্থায়ী ভিসার মাধ্যমে তিনশোর বেশি চালককে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে আনা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে দেশটিতে জ্বালানি তেলের মজুদের কোনো ঘাটতি নেই বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, সরবরাহ প্রক্রিয়ায় জটিলতার জন্যই এই সংকট সৃষ্টি হয়েছে।

ব্রেক্সিট সম্পর্কিত জটিলতা এবং করোনার কারণে পার্শ্ববর্তী দেশ থেকে শ্রমিকদের প্রবেশ বন্ধ হয়ে যাওয়ায় ব্রিটেনে জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে। এক সপ্তাহ ধরে চলা এই সংকটের কারণে ব্রিটেনজুড়ে স্থবির অবস্থা বিরাজ করছে।

Exit mobile version