Site icon Jamuna Television

আজীবন সম্মাননা পেলেন রুনা লায়লা

সঙ্গীতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকটি শাখায় পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বিএমজেএ। সংগঠনটি ১১ জনকে বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করেছে। শুক্রবার বিএমজেএ তাদের অফিসিয়াল ফেসবুকে এ ঘোষণা দেয়।

৮ম বিএমজেএ ‘মিউজিক অ্যাওয়ার্ড-২০২০’ তে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন রুনা লায়লা। এছাড়া সেরা সঙ্গীতশিল্পী তাহসান খান, সেরা গীতিকার জুলফিকার রাসেল, সেরা সুরকার রাজন সাহা, সেরা সংগীত পরিচালক বাপ্পা মজুমদার, সেরা সমালোচক পুরস্কার (পুরুষ) বদরুল হাসান খান ঝন্টু, সেরা সমালোচক পুরস্কার (নারী) আফরোজা মোমেন, সেরা প্রমিজিং শিল্পী নাদিরা মুক্তা, বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সঙ্গীত শিল্পী) তানজিনা রুমা ও সঙ্গীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান। এছাড়া, সেরা প্রযোজনা প্রতিষ্ঠানের পুরস্কারটি পেয়েছে গানচিল মিউজিক।

উল্লেখ্য, গত বছর বিএমজেএ আজীবন সম্মাননা পেয়েছিলেন সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন।

Exit mobile version