Site icon Jamuna Television

স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ আ’লীগ নেত্রীর বিরুদ্ধে

আ'লীগ নেত্রীর প্রথম স্বামীর পরিবারের সংবাদ সম্মেলন।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীতে প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ে, অর্থ হাতিয়ে নেয়া ও প্রতারণাসহ নানা অভিযোগ এনে আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর স্বজনরা। শনিবার (০২ অক্টোবর) দুপুরে শহরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তাহমিনা নরসিংদী জেলা নারী আ’লীগের কার্যকরী সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা নারী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা।

সংবাদ সম্মেলনে তার প্রথম স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার জানান, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে নেত্রী তাহমিনা।

পরে প্রথম স্বামীকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রবাসীর পরিবার।

সংবাদ সম্মেলনে বোন ফারজানা আরও জানান, নেত্রী তাহমিনার এসব কুকর্মের বিষয়ে জানতে প্রথম স্বামী মোশারফ হোসেন দেশে আসেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে হত্যার হুমকিসহ নানাভাবে ভয়-ভীতি দেখানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগম জানান, তারা সংবাদ সম্মেলন করে কেনও। আমি নরসিংদী জাতীয় আইন সহায়তায় আমার সন্তান এবং আমাকে ভরন পোষন না দেয়ার একটি অভিযোগ দায়ের করেছি। দ্বিতীয় বিয়ে ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগটি সত্য নয়।

Exit mobile version