Site icon Jamuna Television

‘খালেদা জিয়ার মুক্তি নিয়ে ছলচাতুরি করছে সরকার’

জামিনের পরও খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার ছলচাতুরি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরে, প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, খালেদা জিয়াকে কারাবন্দি রেখে দলে বিভেদ তৈরির চেষ্টা চলছে। তবে, শান্তিপূর্ণ ও জনসম্পৃক্ত কর্মসূচির মধ্য দিয়ে চেয়ারপারনসনকে মুক্ত করা হবে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, মিলনকে আগে হত্যা করে পরে কারাগারে নেয়া হয়। বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে নেবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাস করে দল।

Exit mobile version