Site icon Jamuna Television

কারাগারে বন্দি এক শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা নি‌লো ঢাকা বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

কারাগারে থাকা এক ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২ অক্টোবর) কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বসে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেন এক শিক্ষার্থী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।

পরীক্ষা নেয়ার সময় ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. এসএম মাছুম বাকী বিল্লাহ, সংগীত বিভাগের সহকারী অধ্যাপক এনামুল হক এবং প্রক্টর অফিসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি। তবে ওই শিক্ষার্থীর নাম-পরিচয় প্রকাশ করেননি প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী।

ইউএইচ/

Exit mobile version