Site icon Jamuna Television

বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল চালুতে সময় দেয়নি সরকার: কোয়াব

ক্যাবল টিভি সংশ্লিষ্ট জটিলতার সমাধান করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি। ছবি: সংগৃহীত।

ক্লিন ফিড ইস্যুতে প্রশাসনিক হয়রানির অভিযোগ করেছেন ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব। তাদের দাবি, বিজ্ঞাপন ছাড়া বিদেশি চ্যানেল চালুতে তাদের সময় দেয়নি সরকার।

শনিবার (২ অক্টোবর) দুপুরে কারওয়ানবাজারে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোয়াব নেতারা জানান, ক্যাবল টেলিভিশন, ওটিটি, আইপি টিভি এবং ডিটিএইচ একই নীতিমালায় আনতে হবে। ব্রডকাস্টারদের থেকে বিজ্ঞাপন ছাড়া চ্যানেল না পাওয়া পর্যন্ত গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারের অনুমতি দেয়ার আহ্বান জানান কোয়াব নেতারা।

সোমবারের মধ্যে ক্যাবল টিভি সংশ্লিষ্ট জটিলতার সমাধান করা না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কোয়াব নেতারা।

Exit mobile version