Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় হেলিকপ্টার ও বিমানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

বিমান ও হেলিকপ্টার দুইটি পৃথক প্রশিক্ষণ কেন্দ্রের বলেছেন স্থানীয় পুলিশের মুখপাত্র সার্জেন জনসন ম্যাক্লম্যানস। তিনি বলেন, আকাশে সংঘর্ষের পর বিমানটি নিরাপদে অবতরণ করে বলে জানা গেছে। তবে হেলিকপ্টারে থাকা দুজন নিহত হয়েছেন।

ফক্স নিউজের প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে ফোনে তাদের দুর্ঘটনার ব্যাপারে জানানো হয়। তারা গিয়ে নিচে হেলিকপ্টারটিকে বিধ্বস্ত অবস্থায় দেখতে পান। দমকল বাহিনীর কর্মীরা পৌঁছানোর পরও হেলিকপ্টারে আগুন জ্বলছিল বলে জানিয়েছেন কিথ।

এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। তারা দুর্ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী ছিল কী না তা খতিয়ে দেখছে। পুলিশ দুর্ঘটনায় সময়ের ভিডিও খুঁজছে বলেও জানা গেছে।

Exit mobile version