Site icon Jamuna Television

আলোচনায় জামাল ভূঁইয়ার শর্টস!

অধিনায়ক জামাল ভূঁইয়া ৬ নম্বর জার্সি আর ৫ নম্বর শর্ট পরে নেমেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ১-০ গোলের জয়কে অতিক্রম করে আলোচনায় এখন অধিনায়ক জামাল ভূঁইয়ার শর্টস-কাণ্ড!
গতকালের ম্যাচে ঘটা এ ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অধিনায়ক জামাল ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই ৬ নম্বর জার্সি ও শর্টস পরে মাঠে নামেন। গতকালও প্রায় সেটিই করেছিলেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ নম্বর জার্সি পরে মাঠে নামলেও পরে দেখা যায় জামালের পরনে ৫ নম্বর শর্টস!

পাঁচ বছর পর জাতীয় দলে ফেরা ডিফেন্ডার রেজাউলের জন্য এবারের সাফে বরাদ্ধ ৫ নম্বর জার্সি। গতকাল ম্যাচের আগে ড্রেসিংরুমেই ছিল রেজার সেই ৫ নম্বর জার্সি ও শর্টস। ৫ আর ৬ নম্বর জার্সির সেট পাশাপাশিই থাকায় ভুলে ৫ নম্বর শর্টস পরেই মাঠে চলে যান অধিনায়ক জামাল ভূঁইয়া।

এ প্রসঙ্গে জামাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, এটা কীভাবে হলো, আমি নিজেই বুঝতেছি না। এমনটা হওয়ার কথা না।

এমন অদ্ভুত ঘটনা শুধু জামাল কেন, মাঠে উপস্থিত রেফারি, সহকারী রেফারি কারোরই চোখে বিষয়টি ধরা পড়ল না কেন তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় চলছে আলোচনা। জানা গেছে, ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় বিষয়টা খেয়াল করেন ম্যাচের চতুর্থ রেফারি। তিনিই ডাগআউটে বাংলাদেশ দলের দৃষ্টি আকর্ষণ করলে, ম্যাচ রেফারি সাথে সাথে জামালকে বলেন শর্টস বদলাতে।

/এসএইচ

Exit mobile version