Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার

ছবি: সংগৃহীত।

এইউকেইউএস নামের পারমাণবিক সাবমেরিন চুক্তির আওতায় অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দেয়ার যে উদ্যোগ যুক্তরাষ্ট্র নিয়েছে, তার বিরোধিতা করেছে রাশিয়া।  

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (১ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ কর্মসূচির প্রতি মারাত্মক হুমকি।

সের্গেই রিয়াবকভ বলেন, এইউকেইউএস জোটের কাঠামোর ভেতরে থেকে অস্ট্রেলিয়া পরমাণু শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তি পাবে, যার ফলে দেশটি একই প্রযুক্তির অধিকারী পাঁচ দেশের অন্যতম হয়ে উঠবে। এটি আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির জন্য মারাত্মক চ্যালেঞ্জ।  

সেপ্টেম্বরের মাঝামাঝিতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া একটি প্রতিরক্ষা চুক্তিতে সই করে। এই চুক্তির পর অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক খারাপ হয় ফ্রান্সের। চীনও এই চুক্তির বিরুদ্ধে।

এইউকেইউএস নামের এই পারমাণবিক সাবমেরিন চুক্তিকে ‘বিপজ্জনক’ বলে মনে করছে উত্তর কোরিয়া।

Exit mobile version