Site icon Jamuna Television

আবারও হ্যাকারদের কবলে শাবনূর

ছবি: সংগৃহীত।

আবারও সামাজিক মাধ্যম নিয়ে বিপাকে পড়েছেন বাংলা সিমেনার অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। ফেসবুক ছাড়া অন্যান্য মাধ্যমে তার ব্যবহৃত আইডিগুলোর নিয়ন্ত্রণ চলে গেছে হ্যাকারদের দখলে।

এক ফেসবুক পোস্টে শাবনূর বিষয়টি সবাইকে জানিয়েছেন।  

শনিবার (২ অক্টোবর) তিনি তার ফেসবুক আইডিতে লেখেন, ‘কেউ একজন আমার ইউটিউব, ফেসবুক পেইজ ও ইনস্টাগ্রাম হ্যাক করে এর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে আমি এখন আমার ফেসবুক আইডি ও ইনস্টাগ্রামে ঢুকতে পারছি। যদিও আমি নিশ্চিত না আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি পুরোপুরি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। ’ 

তিনি আরও জানান, আপাতত তার আইডিগুলো থেকে কোনো কিছু পোস্ট হলে তা তিনি করছেন না। এছাড়া আইডি ফেরত পেলে খুব দ্রুতই সবাইকে জানাবেন বলেও উল্লেখ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

এর আগে শাবনূরের নামে সামাজিক মাধ্যমে বেশকিছু ফেক আইডি চালানোর অভিযোগ পাওয়া গিয়েছিল। যার মাধ্যমে নাকি নানা ধরণের প্রতারণার শিকার হচ্ছিলেন কেউ কেউ।

Exit mobile version