Site icon Jamuna Television

টয়লেটে বসে মোবাইল, ডেকে আনে বড় বিপদ!

ছবি: সংগৃহীত।

কিছুকাল আগেও মানুষ তাদের টয়লেটে বসে পত্রিকা বা ম্যাগাজিন পড়তে ভালবাসত। কিন্তু সময়ের সাথে সাথে সেই অভ্যাস পরিবর্তন হয়ে মানুষ এখন টয়লেটে বসে মোবাইল ব্যবহার করে।

কাজের জন্যই হোক বা দেখার জন্যই হোক, কিংবা সময় কাটানোর জন্য হোক, অনেকেই ফোন নিয়ে টয়লেটে যান। কিন্তু এই অভ্যাস ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। এমনই বলছে হেলথলাইনের প্রতিবেদনে।

সিডনি বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক টয়লেটে মোবাইল ব্যবহারের ফলাফল নিয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছেন। সেখানে দাবি করা হয়েছে, ৫০ শতাংশের বেশি অস্ট্রেলিয়ার মানুষ এবং ৮০ শতাংশেরও বেশি আমেরিকার মানুষ টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন। ৬০ শতাংশের বেশি ব্রিটিশ নাগরিক টয়লেটে যান হাতে মোবাইল ফোন নিয়ে। ভারতীয়রাও দৌড়ে পিছিয়ে নেই। ৭০ শতাংশের বেশি ভারতীয় একই কাজ করেন।

এর ফলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে? বিজ্ঞানীরা তারও একটি তালিকা প্রকাশ করেছেন। কী কী আছে সেখানে?

Exit mobile version