Site icon Jamuna Television

চেলসির কাছে ৩-১ গোলে হার সাউদাম্পটনের

রাতে মাঠে নেমেছিল দুই জায়ান্ট চেলসি ও আর্সেনাল। যেখানে চেলসি সাউদাম্পটনকে ৩-১ গোলে হারালেও, আর্সেনালকে গোল শূন্য স্কোর লাইনে রুখে দিয়েছে ব্রাইটন।

স্ট্যাম্পফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে শুরুতেই লিড নেয় চেলসি। ট্রিভো চালোবার গোল করলে ৯ মিনিটে এগিয়ে যায় ব্লরা। ৪১ মিনিটে চেলসি ফরোয়ার্ড টিমো ভার্নার গোল করলেও, বলের জোগানে ফাউল হওয়ায় বাতিল হয় সেই গোল। দ্বিতীয়ার্ধে নিজের ডি বক্সে ফাউল করেন চেলসি ডিফেন্ডার বেন চিলওয়েল। সুযোগ কাজে লাগিয়ে স্পটকিক থেকে গোল করে সাউদাম্পটনকে সমতায় ফেরান জেমস প্রাউজ। তবে ৮৪ মিনিটে ওয়ার্নার আবারও গোল করলে এগিয়ে যায় চেলসি। আর চিলওয়েল ৮৯ মিনিটে স্কোর শিটে নাম তুললে ৩-১ গোলে জয় পায় টুখোলের দল।

অন্যদিকে আর্সেনাল ব্রাইটন ম্যাচে হয়েছে গোল মিসের উৎসব। প্রথমার্ধে অবামেয়াংয়ের হেট নেয়ার পোস্টে লেগে ফিরলে গোল বঞ্চিত হয় গানাররা। এরপর এমিল স্মিথ রো আর্সেনালকে এগিয়ে দেবার সুযোগ হাতছাড়া করেন। একাধিক সুযোগ তৈরি করে ব্রাইটনও ব্যর্থ হলে ড্র-তে তুষ্ট থাকতে হয় দুই দলকে।

Exit mobile version