Site icon Jamuna Television

ইতালিয়ান লিগে ইন্টার ও য়্যুভেন্টাসের জয়

সাসুওলোকে ২-১ গোলে হারিয়েছে ইন্টারমিলান। যদিও শুরুতে পিছিয়ে পড়েছিল ইন্টার। ২২ মিনিটে ডোমেনিকো বেরারদি গোলে লিড নেয় সাসুওলো। অবশেষে ৫৮ মিনিটে সমতায় ফেরে ইন্টার। পেরেসিচের অ্যাসিস্টে গোল করেন এডিন জেকো। ৭৬ মিনিটে পেনাল্টি পায় চ্যাম্পিয়নরা। স্পটকিক থেকে দলের জয় নিশ্চিত করেন লৌথারো মার্টিনেজ।

আরেক ম্যাচে তুরিনোর বিপক্ষে জয় পেয়েছে য়্যুভেন্টাস। ম্যাচের ৮৬ মিনিটে কিয়েসার অ্যাসিস্টে নতুন রিক্রুট লোকাতেল্লি স্কোর শিটে নাম তুললে তুরিনোকে ১-০ গোলে হারায় য়্যুভেন্টাস।

Exit mobile version