Site icon Jamuna Television

ম্যানচেস্টার সিটি ও লিভারপুল মুখোমুখি হবে আজ

ইপিএলের বিগ ম্যাচে আজ মুখোমুখি হবে দুই জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। অ্যানফিল্ডে রাত সাড়ে ৯টায় শুরু হবে এই ম্যাচ।

অতীত পরিসংখ্যান বলছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামভে লিভারপুল। দুই দলের অতীত ২১৭ দেখায় ১০৫টি ম্যাচ জিতেছে অলরেডরা। বিপরীতে সিটির জয় মাত্র ৫৮ ম্যাচে।

এছাড়াও লিগে সবশেষ ৬ ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা লিভারপুলের ফরোয়ার্ডরা করেছেন ১৫ গোল। এই ম্যাচে ইনজুরির কারণে আলেকজেন্ডার আরনল্ড, এলিয়ট ও থিয়াগোর সার্ভিস পাবেন না ক্লপের দল। অন্যদিকে লিগে ৬ ম্যাচে ৪ জয় পাওয়া সিটিজেনরা এই ম্যাচেও পাবে না ইলকাই গন্ডোয়ানের সার্ভিস।

Exit mobile version