Site icon Jamuna Television

উদযাপন নকল করায় প্রতিপক্ষের ওপর বিরক্ত রোনালদো

ছবি: সংগৃহীত

নিজের উদযাপন নকল করায় প্রতিপক্ষ দলের খেলোয়াড় টাউনসেন্ডের ওপর বিরক্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

শনিবার (২ অক্টোবর) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেড ও এভারটন। ম্যাচের প্রথমার্ধে অ্যান্থনি মার্শিয়ালের গোলে ম্যানইউ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে টাউনসেন্ডের গোলে ম্যাচে সমতায় ফেরে এভারটন। এসময় এভারটনের এই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপনের ভঙ্গি নকল করেন। এতেই বিরক্ত রোনালদো।

ম্যাচশেষে টাউনসেন্ডের সাথে হাতও মেলাননি সিআরসেভেন। এভারটন স্টার কাঁধে হাত দিয়ে রোনালদোর সাথে হাত মেলাতে এলেও পর্তুগিজ স্টার তাকে পাত্তা না দিয়ে সরাসরি টানেলে ঢুকে যান।

তবে রোনালদোর উদাযাপনের এই ভঙ্গি নকল করায় আক্ষেপ নেই টাউনসেন্ডের। তিনি বলেন, ক্রিস্টিয়ানো আমার আদর্শ। তাকে দেখেই বড় হয়েছি এবং অনুশীলনে ঘণ্টার পর ঘণ্টা তার কৌশল রপ্ত করার জন্য সময় ব্যয় করেছি। ক্রিস্টিয়ানোর প্রতি অশ্রদ্ধা নয় বরং সম্মান জানাতেই এমন করেছি।

Exit mobile version