Site icon Jamuna Television

নাটোরে হঠাৎ শিশুদের নিউমোনিয়ার প্রকোপ

স্টাফ রিপোর্টার, নাটোর:

নাটোর সদর হাসপাতালে গত দুই দিন ধরে বৃদ্ধি পেয়েছে জ্বর, সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ করে রোগীর চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। শিশু ওয়ার্ডে মাত্র ৩০ বেডের বিপরীতে বর্তমানে শিশু ভর্তি রয়েছে ৭৬ জন। ফলে এখন ওয়ার্ডের মেঝে ও বারান্দায় শিশু রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

চিকিৎসা নিতে আসা নাটোরের সিংড়া উপজেলার সোয়াইর গ্রামের বিকাশ চদ্র বলেন, তার সাত মাসের সন্তান দীপ্তর সর্দি হওয়ায় তাকে তিনি হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করিয়েছেন। একই উপজেলার মিষ্টি বেগম জানান, ১৬ দিন বয়সী তার যমজ সন্তান ঠান্ডাজনিত কারণে শ্বাসকষ্ট হওয়ায় তাদের অক্সিজেন দিতে হচ্ছে।

হাসপাতালটির সহকারী পরিচালক পরিতোষ কুমার রায় বলেন, হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন ও ঠান্ডা-গরমে বাচ্চারা দ্রুত ঘেমে যায় এবং ওই ঘাম থেকে শিশুরা জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হচ্ছে। আর এর ফলেই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।

এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দেন ওই চিকিৎসক।

Exit mobile version