Site icon Jamuna Television

ভারতের শিমলায় ধসে পড়েছে বহুতল ভবন

ছবি: সংগৃহীত

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় একটি বহুতল ভবন ধসে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় প্রশাসন জনায়, গেলো সপ্তাহে খাল পাড়ে গড়ে ওঠা দুটি ভবন ধসে পড়ে। এর পরই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় কয়েকটি ভবনকে। প্রাণহানি এড়াতে আগেই সরিয়ে নেয়া হয় সেখানকার বাসিন্দাদের। এর একদিন পরই ধসে পড়ে অপর ভবনটিও। স্থানীয় এক ব্যক্তি সেই দৃশ্য ধারণ করেন মোবাইলে। পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে।

মূলত, পাহাড়ি এলাকাটি বর্ষা মৌসুমে ভূমিধ্বসের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গেলো আগস্টে ভূমিধ্বসে অঞ্চলটিতে ২৫ জনের মৃত্যু হয়।

Exit mobile version