Site icon Jamuna Television

হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালকের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের হিলি (হাকিমপুর) স্থলবন্দরে প্রসেনজিত বসু নামের এক ভারতীয় ট্রাক চালক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সে জ্বর ও সর্দিতে ভুগছিল।

রোববার (৩ অক্টোবর) সকালে তার মৃত্যু হয়। সে ভারতের দক্ষিণ দিনাজপুরের সাপানগর গ্রামের চিত্ত বসুর ছেলে।

হিলি পানামা পোটের সিকিউরিটি ইনচার্জ বাদল চক্রবর্তী জানান, গত বৃহস্পতিবার ভারত থেকে রাইচ নিয়ে হিলি স্থলবন্দরে আসে। শনিবার বিকেলে বন্দরের অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলে তাকে ভারতে পাঠানোর পরামর্শ দেয় কর্তৃপক্ষ। ভারতে পাঠানোর আগেই আজ সকালে সে মৃত্যুবরণ করে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার শামীম জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Exit mobile version