Site icon Jamuna Television

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে: রেলমন্ত্রী

রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি।

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে রেলপথ মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। পাথর নিক্ষেপ প্রবণ এলাকাগুলোতে ব্যাপক প্রচার প্রচারণাসহ স্থানীয়দের সাথে নিয়ে কাজ শুরু হয়েছে।

রোববার (৩ অক্টোবর) দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে তাদের কার্যক্রমের কথা তুলে ধরেন মন্ত্রী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, পাথর নিক্ষেপের ঘটনা ক্রমাগতভাবে বাড়তে থাকায় এমন অপরাধ দমনে কঠোর হতে হচ্ছে। পাথর নিক্ষেপের জন্য আইনেই যাবজ্জীবন সাজাসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান আছে। মৃত্যুর ঘটনায় মৃত্যুদণ্ডের বিধান আছে। তাই এখন থেকে এমন ঘটনায় অপরাধীদের সাজা দেয়ার বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

একইসাথে গণমাধ্যমকে জনসচেতনতা বৃদ্ধির জন্য সংবাদ প্রচারের আহবান জানান মন্ত্রী।

Exit mobile version