Site icon Jamuna Television

স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর প্রেমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুরে স্বামী আমিনুল ইসলামের বাঁশের লাঠির আঘাতে মারা গেছেন স্ত্রীর প্রেমিক। নিহত প্রেমিকের নাম পারভেজ (২৫)। পেটানোয় আহত হয়েছেন স্ত্রীও।

শনিবার (২ অক্টোবর) রাতের এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনায় অভিযুক্ত আমিনুল পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, পীরগঞ্জের একটি মোবাইল সার্ভিসিং দোকানের মালিক পারভেজ ইসলামের সাথে আমিনুল ইসলামের স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগ ছিল। শনিবার রাত সাড়ে ১০ টায় আমিনুল বাড়িতে ফিরে স্ত্রী ও পারভেজকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় ধরে ফেলেন। এতে ক্ষুব্ধ হয়ে আমিনুল বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে স্ত্রী ও পারভেজকে পেটাতে থাকেন। এতে মাথায় গুরুতর আঘাত পায় পারভেজ। সেখান থেকে বের হয়ে রাস্তায় আসলে অজ্ঞান হয়ে যান তিনি।

পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান পারভেজ।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, আমরা বিষয়টি তদন্ত করছি। তবে দুপুর ১টা পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। এদিকে মৃত পারভেজের পিতা রেনু মেকার পুত্র হত্যার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

Exit mobile version