Site icon Jamuna Television

ফোনকলের ভঙ্গিতে মধুর প্রতিশোধ নিলেন সুয়ারেজ

ছবি: সংগৃহীত

সাবেক ক্লাব বার্সেলোনার বিপক্ষে গোল করে কোচ রোনাল্ড কোম্যানের ওপর প্রতিশোধ নিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

ম্যাচের ৪৪ মিনিটে লেমারের পাসে গোল করেন সুয়ারেজ। আর গোল করেই ড্রেসিংরুমে থাকা কোম্যানকে লক্ষ্য করে ফোন কল করার ভঙ্গিমা করেন তিনি। আর তা দেখেই মুখ লুকিয়ে ফেলেন এই বার্সা কোচ। তবে গোল করার পর কোন উল্লাস করেন নি সুয়ারেজ। হাতজোড় করে ক্ষমা চেয়েছেন বার্সা সমর্থকদের কাছে।

গত বছর বার্সার দায়িত্ব নেয়ার পরপরই সুয়ারেজের বিষয়ে কোম্যান জানিয়েছিলেন, তার পরিকল্পনায় নেই সুয়ারেজ। তারপর ৬০ সেকেন্ডের এক ফোনকলে বার্সা কোচ তার পরিকল্পনাটি সুয়ারেজকে জানান। তখন ইচ্ছে থাকা সত্ত্বেও ক্লাব ছাড়তে বাধ্য হন এই উরুগুইয়ান স্ট্রাইকার।

২০১৪ সালে বার্সায় যোগ দিয়ে ২৮৩ ম্যাচে সুয়ারেজ করেছেন ১৯৮ গোল। চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন ১৩টি ট্রফি। মেসি-নেইমার-সুয়ারেজ বার্সায় থাকাকালীন তাদের ডাকা হতো এমএসএন নামে। আক্রমণভাগের এ ত্রিফলা বহু সাফল্য এনে দিয়েছেন বার্সাকে।

Exit mobile version