Site icon Jamuna Television

‘বিগত সময়ের চেয়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক’

ছবি: সংগৃহীত

বিগত সময়ের চেয়ে করোনা পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক, তবে সেজন্য কোনোভাবেই আত্মতুষ্টিতে না ভোগার আহবান জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ডা নাজমুল ইসলাম।

রোববার (৩ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলি, তবে করোনা সংক্রমণের এই নিম্নগতি ধরে রাখতে পারবো। দেশের সবাইকে নিয়ে একসাথে কাজ করলে সংক্রমণের হার ৩ শতাংশের নিচে নামাতে পারবো বলে আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া আগের চেয়ে ডেঙ্গু পরিস্থিতিও মোটামুটি উন্নতির দিকে যাচ্ছে বলে ব্রিফিং থেকে জানানো হয়।

ইউএইচ/

Exit mobile version