Site icon Jamuna Television

সামান্থা-নাগার বিচ্ছেদের জন্য আমিরকেই দায়ী করলেন কঙ্গনা!

ছবি: সংগৃহীত

সম্প্রতি সময়ে যে কোনো আলোচিত ইস্যু নিয়েই কথা বলা অভ্যাসে পরিণত করেছেন বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এই অভিনেত্রী এবার মুখ খুললেন ভারতের জনপ্রিয় দক্ষিণী তারকা দম্পতি সামান্থা আক্কিনেনি এবং নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদ প্রসঙ্গে। খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার (২ অক্টোবর) নিজেদের সোশ্যাল হ্যান্ডেল থেকে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন সামান্থা-নাগা দম্পতি। এর পরেই বিষয়টি নিয়ে সরব হন কঙ্গনা।

খবরে বলা হয়, নিজের ইন্সটাগ্রাম স্টোরি থেকে কঙ্গনা লেখেন যে, ‘সম্পর্কের বিচ্ছেদ ঘটলে বেশির ভাগ ক্ষেত্রেই সেটির জন্য পুরুষকে দোষ দেয়া হয়ে থাকে। যদিও বাস্তবেও এটাই সত্যি। কেনোনা অনেক পুরুষই মহিলাদের বদলানোর চেষ্টা করেন। সেই সব পুরুষদের শক্ত হাতে আটকানো উচিত। সাধারণত একশ’র মধ্যে একটি ডিভোর্সের ক্ষেত্রে মেয়েদের দোষ থাকে।’

কঙ্গনা আরও লেখেন, ‘ওই সমস্ত স্পয়েল ব্র্যাটদের লজ্জা হওয়া উচিত যারা মিডিয়া আর অনুরাগীদের থেকে উৎসাহ পেয়ে ডিভোর্স দেয়… যতদিন যাচ্ছে ডিভোর্স কালচার বাড়ছে।’

কঙ্গনা প্রশ্ন তোলেন সামান্থা ও নাগার ডিভোর্সের টাইমিং নিয়েও। আমিরের ‘লাল সিং চাড্ডা’ দিয়েই বলি ডেবিউ করতে চলেছেন নাগা। কঙ্গনা লেখেন, ‘দক্ষিণের এই অভিনেতা যে নিজের ৪ বছরের বিবাহিত জীবন ভাঙতে চলেছে এবং সম্প্রতি বলিউডের এক সুপারস্টার ডিভোর্স এক্সাপার্টের সংস্পর্শে এসেছে, যে অনেক মহিলা ও বাচ্চাদের জীবন নষ্ট করেছে… অন্ধ না হলে আমরা সহজেই বুঝে নিতে পারবো কার কথা বলা হচ্ছে।’

ইউএইচ/

Exit mobile version