Site icon Jamuna Television

টুইটার অ্যাকাউন্ট ফিরে পেতে আদালতে ট্রাম্প

টুইটারের অ্যাকাউন্ট ফিরে পেতে ফ্লোরিডার ফেডারেল জজ আদালতের শরণাপন্ন হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিবিএস নিউজের।

শুক্রবার (১ অক্টোবর) আদালতে গিয়ে টুইটার কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানটির সিইও’র বিরুদ্ধে স্থগিতাদেশ জারির অনুরোধ করেন তিনি।

এর আগে চলতি বছরের শুরুতে নির্বাচনে হেরে সহিংসতায় উস্কানি দেয়ার অভিযোগে ট্রাম্পের অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল টুইটার। ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকরা হামলা চালালে ওই হামলার প্রশংসা করে টুইটারে পোস্ট করেন সাবেক এ প্রেসিডেন্ট। যেটিকে টুইটার তাদের নীতির মারাত্মক লঙ্ঘন বলে বিবেচনা করেছিল।

উল্লেখ্য, ক্যাপিটাল হিলের হামলায় এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত পাঁচজন নিহত হয়েছিল। ট্রাম্পের সেই সময়কার ভূমিকায় ফেসবুকও তার অ্যাকাউন্ট স্থগিত করে।

Exit mobile version