Site icon Jamuna Television

চুরি করতে ঢুকে বহুতল ভবন থেকে পড়ে চোরের মৃত্যু

টঙ্গির এই ভবন থেকে পড়ে মৃত্যু হয় চোরের।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরর টঙ্গীর কলেজ গেট এলাকায় ৫ তলা থেকে পড়ে এনামুল (৩৫) নামের এক চোরের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) রাত ৩টার দিক সফিউদ্দিন রোডর হাজী সালাউদ্দিনর বাড়ির ৫ম তলায় চুরির উদ্দেশ্য উঠে এনামুল। এ সময় তাকে দেখে লোকজন চিৎকার দিলে ৫ম তলা থেকে পড়ে যান তিনি। এতেই মৃত্যু হয় এনামুলের।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত তিনটার দিকে ওই বাড়ির সানসেটের ওপর চুরির উদ্দেশ্যে ওঠে চোর। তবে তাকে দেখে চোর-চোর বলে চিৎকার করেন ওই বাড়ির এক বাসিন্দা। এতে সেখান থেকে দ্রুত সরতে গিয়ে নিচে পড়ে যান এনামুল। পরে পুলিশ এস তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত এনামুল বরিশালর গরনদী উপজলার মমিন উদ্দিনের ছেলে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

Exit mobile version