Site icon Jamuna Television

‘কর্নেল অব দি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর পদাতিক কোর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ৬ষ্ঠ ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন বাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।

সকালে রাজশাহী সেনানিবাসে শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে ঐতিহ্যবাহী এ অভিষেক সম্পন্ন হয়। এর মধ্য দিয়ে কর্নেল অব রেজিমেন্ট হিসেবে সেনাবাহিনীর রেজিমেন্ট অব দি মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান।

সকালে প্যারেড স্কয়ারে পৌঁছালে জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপরই বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেয়া হয়।

পরে স্বাধীনতা যুদ্ধে রেজিমেন্টের বীর শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। সবশেষে রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান। এসময় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যের প্রতি আহ্বান জানান।

Exit mobile version