Site icon Jamuna Television

১৬ ঘণ্টা জেরার পর শাহরুখপুত্র গ্রেফতার

ছবি: সংগৃহীত

গ্রেফতার হলেন শাহরুখের পুত্র আরিয়ান খান। শনিবার মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে এক মাদক পার্টিতে অংশ নিয়েছিলেন আরিয়ান। সেখান থেকেই তাকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শনিবার রাত থেকে টানা জিজ্ঞাসাবাদ করা হয় আরিয়ানকে। ১৬ ঘণ্টা জেরার পর অবশেষে প্রমোদতরীতে মাদক নেয়ার কথা স্বীকারও করেন আরিয়ান। অনুশোচনা প্রকাশ করেই বলেন, মাদক নিয়ে ভুল করেছেন তিনি। দাবি করেন, এর আগে কখনও এমন কিছু করেননি তিনি।

খবরে আরও বলা হয়, সেই পার্টিতে জামাকাপড়ের সেলাই, মেয়েদের ব্যাগের হাতলের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল মাদক। শাহরুখ-পুত্রের লেন্স রাখার বাক্স থেকেও নাকি মাদক উদ্ধার করেন এনসিবি’র কর্মকর্তারা।

আরিয়ানের সঙ্গেই আটক করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধর্মেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে। শনিবার রাতের মাদক পার্টিতে এরা প্রত্যেকেই ছিলেন।

জানা গেছে, ইতোমধ্যেই উকিল সতীশ মানশিণ্ডের সঙ্গে যোগাযোগ করেছেন শাহরুখ। এ বিষয়ে যদিও এখনও মুখ খোলেননি খান পরিবারের কোনো সদস্যই। কিছুক্ষণ আগেই শাহরুখের বাংলো ‘মান্নাত’ থেকে বেশ কয়েকটি গাড়ি বেরোতে দেখা যায়। জানা যাচ্ছে, এনসিবি’র দফতরের দিকেই রওনা হয়েছে সেগুলি। তবে শাহরুখ বা গৌরী সেই গাড়িগুলিতে রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

ইউএইচ/

Exit mobile version