Site icon Jamuna Television

‘ঠাগস অফ হিন্দুস্থান’ সেটে অসুস্থ অমিতাভ

যোধপুরে ‘ঠাগস অফ হিন্দুস্থান’ সেটে শুটিংয়ের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। অসুস্থ হওয়ার সাথে সাথেই সিটি স্ক্যান ও এমআরআই করা হয়।

চিকিৎসকদের দল নিয়ে যোধপুরের উদ্দেশে উড়ে গিয়েছে চাটার্ড বিমান। তবে অমিতাভ বচ্চন তার ব্লগে নিজেই জানান, সারারাত ‘ঠাগস অফ হিন্দুস্থান’-এর শুটিং সেরে হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন বলিউডের শাহেনশা। ভোর চারটে একান্ন মিনিটে ব্লগে লিখেন, বিনা পরিশ্রমে কিছুই মেলে না।

এদিকে মুম্বাই থেকে চিকিৎসকদের একটি দলও যোধপুরের দিকে রওনা দিয়েছে।

জানা যায়, ইদানীং নাকি মানসিকভাবেও বিপর্যস্ত বিগ বি।  সহকর্মী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু ও দীর্ঘদিনের পারিবারিক বন্ধু তথা অভিনেত্রী শাম্মির মৃত্যুতে শোকাহত বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান। তার প্রমাণ মিলেছিল টুইটে। ‘একে একে সকলেই চলে যাচ্ছে’ এরকম টুইট করেছিলেন ব্যথিত অমিতাভ।

‘ঠাগস অফ হিন্দুস্থান’ ছবিতে আরও অভিনয় করছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, ফাতিমা সানা শেখ প্রমুখ।

তবে অমিতাভের অসুস্থের কারণ যাই হোক, শাহেনশার সুস্থ হয়ে ওঠাই এখন বড় বিষয় তাঁর অনুরাগীদের কাছে। সেই কামনাই করেছেন সকলে।

 

Exit mobile version