Site icon Jamuna Television

কক্সবাজারে কিশোর গ্যাং’র অত্যাচার থেকে বাঁচতে মানববন্ধন

কিশোর গ্যাং এর অত্যাচার থেকে বাঁচতে স্থানীয়দের মানববন্ধন।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার শহরের কলাতলী চন্দ্রিমা আবাসিক এলাকায় একরাম নামে এক কিশোর গ্যাং লিডারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণ।

রোববার (৩ অক্টোবর) দুপুরে স্থানীয় বাজারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একরাম আবাসিক এলাকাকে অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। প্রকাশ্যে মদ খেয়ে মাতলামি করে বিভিন্ন ব্যবসায়ীদের হেনেস্তা করে। এমনকি বিভিন্ন স্কুলের কলেজ পড়ুয়া মেয়েদের শ্লীলতাহানি করে আসছে প্রতিনিয়ত। তার এহেন কর্মকাণ্ডের কেউ প্রতিবাদ করলে তাকে ইয়াবাসহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করা হয়। অবিলম্বে তাকে গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় ব্যবসায়ী মো. আইয়ুব, কাশেম মাষ্টার, ছালেহ আহমদ, জাহাঙ্গীর, নুর মুহাম্মদ ও সুফিয়া খাতুনসহ আরও অনেকে।

Exit mobile version