Site icon Jamuna Television

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে মাথা ফাটল নারীর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:

নিউমোনিয়ায় আক্রান্ত নাতিকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে আনার পর পলেস্তরা খসে মাথায় পড়ে দাদি আয়শা খাতুন মারাত্মক আহত হয়েছেন। এজন্য তার মাথায় ২৮টি সেলাই করতে হয়েছে।

শনিবার (২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটলেও বিষয়টি গোপন রেখে চিকিৎসকরা তাকে চিকিৎসা দিচ্ছিলেন।

আহত ওই নারীর স্বজনরা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত নাতিকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে আনলে জরুরী বিভাগের সামনের কার্নিশের পলেস্তারা খসে আয়শা খাতুনের মাথায় পড়ে। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করে ২৮টি সেলাই দেয়া হয়েছে।

এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়েত জানান, হাসপাতালের ছাদটি দুর্বল হওয়ায় এই ঘটনা ঘটেছে। আহত বৃদ্ধা চিকিৎসার সব ব্যবস্থা আমরা করেছি। দ্রুত ছাদ সংস্কারের জন্য সরকারের উচ্চ পর্যায়ে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version