Site icon Jamuna Television

আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়া জামিন পেয়েছেন: কাদের

আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়া জামিন পেয়েছেন। এখানে সমঝোতার কোনো বিষয় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে মিরপুর বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সব ধরনের সহযোগিতা করবে সরকার।

খালেদা জিয়া সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলেও দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, তিনি আইনি প্রক্রিয়ায় জেলে গেছেন, আইনি প্রক্রিয়ায় ছাড়া পেয়েছেন। তার সাথে যারা দেখা করতে গেছেন, অনুমতি নিয়েই গেছেন। কোনো বাধা দিলে নতুন নতুন আলোচনার সূত্রপাত ঘটাতো।

প্রকাশ্যে না বললেও বিএনপি নেতারা গোপনে আগামী নির্বাচনে অংশগ্রহণের প্রস্ততি নিচ্ছে বলেও দাবি করেন তিনি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version