Site icon Jamuna Television

সাইক্লোনের কারণে স্থগিত টাইগারদের বিশ্বকাপ যাত্রা

ফাইল ছবি

আরব সাগরে সৃষ্ট সাইক্লোন শাহীনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী ওমানগামী ফ্লাইটটি স্থগিত করেছে বাংলাদেশ এয়ারলাইন্স। শেষ খবর পাওয়া পর্যন্ত মাহমুদল্লাহ রিয়াদদের মাস্কাট যাত্রার নতুন সময় এখনও জানায়নি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ।

জানা গেছে, আরব সাগরে সাইক্লোন শাহিনের কারণে মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে আগমন ও বহির্গমনের অপেক্ষায় থাকা সব ফ্লাইটের সূচি বদল করা হয়েছে। বাংলাদেশ খেলোয়াড়রা আজ ওমানের উদ্দেশে বিমানবন্দরে উপস্থিত হবেন বটে কিন্তু তাদের ওমান যাত্রা নিয়ে আছে অনিশ্চয়তা।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও বাংলাদেশ বিমানের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন খেলোয়াড়রা।

/এসএইচ

Exit mobile version