Site icon Jamuna Television

কাবুলের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ

মসজিদের বিস্ফোরণে আহতদের নেয়ার জন্য অপেক্ষারত মেডিকেল স্টাফ। ছবি: সংগৃহীত।

আফগানিস্তানের একটি মসজিদের প্রবেশপথে রোববার (৩ অক্টোবর) ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।

মূলত, রোববার ওই মসজিদে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য স্মরণসভার আয়োজন করা হয়। সেখানেই মসজিদের প্রবেশের পথে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, তালেবান বিরোধী কোনও গোষ্ঠীই এই হামলার পেছনে থাকতে পারে। তবে এ হামলার দায় এখনও কোনও পক্ষ স্বীকার করেনি।

একজন প্রত্যক্ষদর্শীর মতে, ওই সময় যখন মসজিদের মধ্যে প্রবেশ করছিলেন অনেকে, তখনই বিশাল শব্দে এ বিস্ফোরণ ঘটে। তবে এর পাশাপাশি গুলির শব্দও শুনতে পান বলেও জানান তিনি।

Exit mobile version