Site icon Jamuna Television

মাদরাসার টয়লেটে প্রেমিক যুগল, ৯৯৯-এ কল দিয়ে উদ্ধার

ছবি: প্রতীকী

বগুড়া ব্যুরো:

বগুড়ার ধুনট উপজেলায় মাদরাসার টয়লেট থেকে এক তরুণ এবং ওই মাদরাসার এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। প্রেমের সম্পর্ক থাকা ওই যুগল টয়লেটে ঢুকলে স্থানীয়রা টের পেয়ে বাইরে থেকে দরজায় তালা ঝুলিয়ে দেয়। পরে ওই তরুণ ৯৯৯-এ ফোন করলে থানা পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, উপজেলার বিলচাপড়ি দাখিল মাদরাসার দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে স্থানীয় তরুণ ঢাকায় কর্মরত পোশাক কর্মী সোহাগ হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে। রোববার সোহাগ মাদরাসায় তার প্রেমিকার সঙ্গে দেখা করতে যায়। একপর্যায়ে তারা দুজনে মাদরাসার একটি টয়লেটে প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাইরে থেকে টয়লেটের দরজায় তালা ঝুলিয়ে দেন।

তিনি বলেন, এ অবস্থায় ঘণ্টা দুয়েক থাকার পর উপায় না পেয়ে সোহাগ ৯৯৯ এ ফোন দেয়। বিষয়টি জানার পর ধুনট থানা পুলিশ মাদরাসায় গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার মুচলেকায় তাদের থানা থেকে ছেড়ে দেয়া হয়।

ইউএইচ/

Exit mobile version