Site icon Jamuna Television

ওবামা ও রোনালদোর সাথে একই তালিকায় দীপিকা

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রাপ্তির ব্যাপ্তি বেড়েই চলছে। জীবনের অভিজ্ঞতায় যুক্ত হলো নতুন পালক।

‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২১’-এ সম্মানে ভূষিত হলেন তিনি। যা ভারতীয় অভিনেত্রীদের মধ্যে দীপিকাই প্রথম পেলেন।

শুক্রবার (১ অক্টোবর) ঘোষণা করা হয়েছে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড-২০২১’। তালিকায় দেখা গেছে দীপিকা ছাড়াও সম্মাননা পাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পর্তুগালের ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো ও মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী জেফ বেজোস ।  

দীপিকা ছাড়া অনান্য ভারতীয়দের মধ্যে রয়েছে উদ্যোক্তা রিতেশ আগরওয়াল, বাইজু রবীন্দ্রন এবং ভবেশ আগরওয়াল।  

জানা যায়, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষকে এই সম্মানে ভূষিত করা হয়। স্বাস্থ্য, শিক্ষা, ভ্রমণ, হসপিটালিটি, রিয়েল এস্টেট ইত্যাদি ক্ষেত্রে কর্মরত মানুষকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এবার এ সম্মানের জন্য তিন হাজার নমিনেশনের মধ্য থেকে জায়গা করে নিয়েছেন তারা।

Exit mobile version