Site icon Jamuna Television

হ্যাকারদের থেকে জিমেইল অ্যাকাউন্ট রক্ষা করবেন যেভাবে

ছবি: সংগৃহীত।

বর্তমান ইন্টারনেট দুনিয়ায় তথ্য আদান প্রদানের সহজ ও জনপ্রিয় মাধ্যম জিমেইল। দিন দিন এই মাধ্যমটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। তথ্য আদান প্রদানের জনপ্রিয় এই মাধ্যমটিতে হ্যাকারদের নজরও বেড়েছে। প্রায়ই শোনা যায় জিমেইল হ্যাক হওয়ার মতো ঘটনা।

কয়েকটি বিষয় সম্পর্কে জানা থাকলে খুব সহজেই আপনার জিমেইল অ্যাকাউন্টকে হ্যাকারদের থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

আসুন জিমেইল সুরক্ষিত করার উপায়গুলো জেনে নিই:

টু ফ্যাক্টর অথেনটিকেশন

আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ফিচার খুব প্রয়োজনীয়। এই ফিচারে এক্সট্রা লেয়ার ওটিপি সুবিধা থাকায় অ্যাকাউন্ট হ্যাকের সম্ভাবনা কম থাকে।

আনসাবস্ক্রাইব

জিমেইল অ্যাকাউন্টকে হ্যাকার মুক্ত রাখার আরেকটি প্রয়োজনীয় ফিচার হলো আনসাবস্ক্রাইব। অপ্রয়োজনীয় বা সন্দেহজনক কোনো মেইল বার বার আসলে সেটি আনসাবস্ক্রাইব করুন। বার বার ডিলেট করার বিড়ম্বনা থেকে মুক্তির পাশাপাশি সন্দেহজনক মেইল থেকে জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে।

ফিল্টার ব্যবহার করুন

ইউজ ফিল্টার ফিচারের মাধ্যমে অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের মেইল থেকে প্রয়োজনীয় বা বাছাইকৃত মেইল অন্য ফোল্ডারে সরিয়ে নেয়া যায়। যার মাধ্যমে গুরুত্বপূর্ণ মেইল হারিয়ে যাওয়ার বিড়ম্বনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই ফিচার ব্যবহারের মাধ্যমে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও গুরুত্বপূর্ণ মেইলগুলো সংরক্ষন করে রাখা যাবে।

আনডু সেন্ট মেসেজ

এই ফিচার চালু করলে ভুলবশত মেইল পাঠানোর সাথে সাথে তা বাতিল করা সম্ভব। তাৎক্ষনিকভাবে মেইল বাতিলের জন্য সেটিংসে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করলে আনডু সেন্ট মেসেজ অপশনটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে জিমেইল ৩০ সেকেন্ডের বেশি সময় দেয় না।

Exit mobile version