Site icon Jamuna Television

শাহরুখপুত্রকে জিজ্ঞাসাবাদের সময় সেলফি; বিতর্কে এনসিবি

ছবি: সংগৃহীত।

১৬ ঘণ্টা ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানকে। শনিবার একটি মাদক পার্টি থেকে আটক করা হয় তাকে। এর পরেই এনসিবি’র কর্মকর্তারা তাকে নিয়ে যায় তাদের দফতরে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই একটি ছবি ঘুরছে সামাজিকমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি সেলফি তুলছেন আরিয়ানের সঙ্গে। আরিয়ান খান একটি চেয়ারে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। সেই ব্যক্তি তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছবিটি তুলেছেন। অনেকেই মনে করছেন, এই ছবিটি এনসিবি’র দফতরে সেখানকারই এক কর্মকর্তা তুলেছেন।

জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে তারকা সন্তানের সঙ্গে সেলফি কেন তোলা হয়েছে, তা নিয়েও প্রশ্ন করেছেন অনেকে।

এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, যে ব্যক্তিকে আরিয়ানের সঙ্গে ছবিতে দেখা যাচ্ছে তিনি এনসিবি’র কোনও কর্মকর্তা বা কর্মী নন। তাদের মধ্যে কেউই এমন কোনও কাজ করেননি।

শাহরুখের পুত্রকে প্রমোদতরীর পার্টি থেকে আটক করেন এনসিবি’র সমীর ওয়াংখেড়ে। সেই মাদক পার্টিতে যারা নেশা করছিলেন, তাদের বাগে পেতে সেখানে ছদ্মবেশে উপস্থিত হয়েছিলেন তিনি।

জিজ্ঞাসাবাদে আরিয়ান খান মাদক নেয়ার কথা স্বীকার করেছেন। এরপর এই তারকাপুত্রকে গ্রেফতার দেখিয়েছে এনসিবি।

Exit mobile version