Site icon Jamuna Television

ফয়জুলের ভাইকে ৮ দিনের রিমান্ড

সিলেট ব্যুরো

সিলেটে শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর হাসানের ভাই এনামুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার বেলা ২টার দিকে সিলেটের মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার হামলাকারী ফয়জুরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া গত রোববার ফয়জুরের বাবা আতিকুর রহমান, মামা ফজলুর রহমানের ৫ দিনের, মা মিনারা বেগমের দুইদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে ওপর হামলা চালায় ফয়জুর। ওই দিন রাতেই ফয়জুরকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

Exit mobile version