Site icon Jamuna Television

এসপিসি ওয়ার্ল্ডের সিইও এবং নিরাপদ শপ এর পরিচালকসহ গ্রেফতার ৩

প্রতীকী ছবি।

এসপিসি ওয়ার্ল্ডের সিইও ও এমডি আল আমিন এবং ‘নিরাপদ শপ’ এর পরিচালকসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেফতার করে সিআইডি। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইডি জানায়, সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। দীর্ঘদিন ধরে গ্রাহকের টাকা ফেরত না দেয়ার অভিযোগ এসপিসি ওয়ার্ল্ডের বিরুদ্ধে।

গ্রাহকদের দাবি, এসপিসির মাধ্যমে আয় করা টাকা তাদের ওয়ালেটে জমা রয়েছে। তবে কোনোভাবেই তারা এ টাকা ক্যাশ আউট করতে পারছেন না।

২০২০ সালে নিজেদের ই-কমার্স প্রতিষ্ঠান দাবি করে যাত্রা শুরু করে এসপিসি। প্রতিষ্ঠানটির সিইও আল আমিন ডেসটিনি ২০০০ লিমিটেডের টিম লিডার ও প্রশিক্ষক ছিলেন।

Exit mobile version