Site icon Jamuna Television

বিএটি বাংলাদেশ লিডারশিপ টিমে যোগ দিলেন শেখ শাবাব আহমেদ

শেখ শাবাব আহমেদ

এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান হিসেবে বিএটি বাংলাদেশ লিডারশিপ টিম শেখ শাবাব আহমেদকে অন্তর্ভূক্ত করেছে, যার মধ্যে দিয়ে দেশের কর্পোরেট সেক্টরে সর্বকনিষ্ঠ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একজন হিসেবে অধিষ্ঠিত হলেন তিনি।

তার ১৬ বছরের বিএটি বাংলাদেশ কর্মজীবনে তিনি বিভিন্ন ব্যবস্থাপনা এবং নেতৃত্বদানকারী প্রতিষ্ঠানে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যার মধ্যে লন্ডনে বিএটি প্রধান কার্যালয়ে গ্লোবাল রেগুলেটরি অ্যাংগেজমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্বপালন উল্লেখযোগ্য।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) সম্পন্ন করেন। তিনি রাজধানীর সেন্ট জোসেফ হাইস্কুল, নটরডেম কলেজের একজন প্রাক্তন ছাত্র।

এক বার্তায় জনাব শেখ শাবাব বলেন, বিএটি বাংলাদেশ লিডারশীপ টিমের অংশ হতে পেরে আমি গর্বিত, যেখানে বিএটি বাংলাদেশ বিগত ১১০ বছর ধরে সরকারের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে স্বীকৃত। সকলের জন্য একটি সম্ভাবনাময় আগামী নির্মাণে আমরা আমাদের যাত্রা চালিয়ে যেতে চাই।

Exit mobile version