Site icon Jamuna Television

ঢাকা ছেড়েছেন টাইগাররা

ওমানের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে টাইগাররা।

ওমান ও আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশে ঢাকা থেকে ওমানের উদ্দেশে রওনা হয়েছে টাইগাররা। রাত পৌনে ১২ টায় বিমান বাংলাদেশ এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন টাইগাররা।

ঢাকা ছাড়ার পূর্বে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিশ্বকাপ উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চান টাইগার দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়াও এবারের বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন রিয়াদ। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ম্যাচ জয়ের যে সীমাবদ্ধতা ছিলো সে বাধা ভাঙ্গতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবারের বিশ্বকাপ দল হিসেবে আমাদের জন্য বড় একটি সুযোগ। সবশেষ সিরিজগুলো যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট নিয়ে ফেরা সম্ভব ইনশাআল্লাহ।

উল্লেখ্য, দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার মোস্তাফিজুর রহমান আইপিএল উপলক্ষে এখন দুবাইতে অবস্থান করছেন। খুব শীঘ্রই তারা ওমানে গিয়ে দলের সাথে যোগ দেবেন। আর ওপেনার লিটন দাস একদিন আগেই সস্ত্রীক পৌঁছেছেন ওমানে।

/এসএইচ

Exit mobile version