Site icon Jamuna Television

ফরাসি লিগে প্রথম হারের স্বাদ পেলেন মেসি

ছবি: সংগৃহীত

ফরাসি লিগ ওয়ানে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেলো লিওনেল মেসির পিএসজি। রেনের কাছে ২-০ গোলে হেরেছে দলটি।

ম্যাচের শুরু থেকেই বেশ কিছু আক্রমণ তৈরি করে পিএসজি। কিন্তু এমবাপ্পে ও নেইমারের ব্যর্থতায় গোলের দেখা পায়নি ক্লাবটি। ৩১ মিনিটে মেসির সেটপিস প্রতিহত হয় ক্রসবারে। এরপরই দেখা যায় রেনে ঝলক। প্রথমার্ধের শেষ দিকে পাল্টা আক্রমণে লিড নেয় ক্লাবটি। স্কোরশিটে নাম তোলেন গেইতা লেভোর্দে। বিরতির পর আরো একবার হতাশা পুড়ে পিএসজি। এবার ফ্লেভিয়া টেইটের গোলে স্কোরলাইন ২-০ করে ফেলে রেনে। ৬৮ মিনিটে এমবাপ্পের গোল অফসাইডে বাতিল হলে পরাজয়ের লজ্জায় ডুবে পিএসজি।

এই হারেও অবশ্য পয়েন্ট টেবিলে পিএসজির অবস্থানের হেরফের হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে তারা। লিগ ওয়ানে এর আগের ৮ ম্যাচই জেতার ফলে ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। দ্বিতীয় অবস্থানে থাকা লেনসে আছে বেশ পিছিয়ে। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৮। এই ম্যাচ জেতা রেনে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১১তম স্থানে।

Exit mobile version