Site icon Jamuna Television

উন্নতির দিকে নায়ক ফারুকের শারীরিক অবস্থা

উন্নতির দিকে নায়ক ফারুকের শারীরিক অবস্থা

ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। ধীরে ধীরে সেরে উঠছেন বলে সিঙ্গাপুর থেকে জানিয়েছেন ফারুকের স্ত্রী ফারহানা পাঠান।

নিয়মিত চেকআপের জন্য চলতি বছরের মার্চে স্ত্রী ফারহানা পাঠানকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে গেলে সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন ফারুক। জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেওয়া হয়। প্রথম দিকে ফারুকের অবস্থা আশঙ্কাজনক ছিল। এরপর জুনের দিকে কিছুটা উন্নতি হয়। তবে সেটা বেশিদিন স্থায়ী হয়নি। আবারও সংকটজনক অবস্থায় চলে যান। সেটা থেকেই সম্প্রতি উতরে উঠছেন নন্দিত এই নায়ক।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’- চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

এনএনআর/

Exit mobile version