Site icon Jamuna Television

সাকিবের মত খেলোয়াড় দলে থাকা লাক্সারি: মরগান

ছবি: সংগৃহীত

আইপিএলের ৪৯তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে ৬ উইকেটে হারিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। ম্যাচে সাকিব দুর্দান্ত পারফরমেন্স করেন।

রোববার (৩ অক্টোবর) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ১১৫ রানে থামে ইনিংস। সর্বোচ্চ ২৬ রান আসে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাট থেকে। বল হাতে দারুণ সফল ছিলেন সাকিব। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। সুনীল নারিন মাত্র ১২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ১১৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনার শুভমান গিলের অর্ধশতকে সহজ জয় পায় কোলকাতা। ৫৭ রান করে আউট হোন গিল। তবে ব্যাট করার সুযোগ পাননি সাকিব আল হাসান।

ম্যাচের পারফরমেন্সে মুগ্ধ হয়ে সাকিবকে ‘লাক্সারি’ বলেছেন কলকাতা অধিনায়ক ইয়ন মরগান। সাকিবের মত খেলোয়াড় দলে থাকাটাকে সৌভাগ্যের মনে করেন এই ইংলিশ ব্যাটসম্যান। ৯ ম্যাচ একাদশে সুযোগ না পাওয়ার পর সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেই মুগ্ধতা ছড়ালেন বাংলাদেশি সুপারস্টার। যা পরবর্তী ম্যাচে তাকে আত্মবিশ্বাস জোগাবে।

Exit mobile version